আমি ছাড়া কি বাংলাদেশ দলের বোলিং চলে না, প্রশ্ন সাকিবের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৪:৩৬ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৩, ০৪:৩৮ পিএম

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে অবশেষে স্বস্তির জয় পেলেও দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৬ ওভার বল করেছেন সাকিব আল হাসান। তৃতীয় দিনে ৯০ ওভারের মধ্যে তাকে বিচ্ছিন্নভাবে বল করতে দেখা গেছে কেবল ৬ ওভার। এমনকি তার এত কম বল করার কারণ বুঝতে পারেন নি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও। তবে ম্যাচের পর এই ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক দিয়েছেন নিজের ব্যাখ্যা।

আজ শুক্রবার (৭ মার্চ) ম্যাচ শেষে সাকিবের কাছে কারণ জানতে চাওয়া হলে তিনি জানান সবার বল করা জরুরী না। তিনি বলেন, নাহ। ওরকম তো কোনো ব্যাখ্যা নেই। বোলিং কাউকে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে পাঁচ-ছয় রকমের অস্ত্র থাকলে সব অস্ত্র ব্যবহার করার দরকার নেই তো সবসময়।

প্রতিপক্ষ বড় জুটি করলেও তিনি বল কেন এলেন না এমন প্রশ্নে সাকিবের পাল্টা প্রশ্ন, এটার মানে কী আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?

এরপরই সাকিব জানান, বাকি বোলারদের উপর ভরসার কারণেই তার এমন কম বল করা। তিনি বলেন, আমাদের যথেষ্ট বোলার আছে বিশ উইকেট নেওয়ার মতো, আমার তাদের প্রতি বিশ্বাস আছে। সেটা ওরা করে দেখিয়েছে। বিশেষত এমন একটা জায়গাতে খেলা হয়েছে এ ধরনের পিচে আমরা খুব বেশি খেলি না। প্রথম তিনদিন খুবই ভালো উইকেট ছিল আমি বলবো, মিরপুরে সাধারণত তিনদিন এত ভালো উইকেট থাকে না। এমনকি আজকেও ভালো উইকেট ছিল।

এই টেস্টে বিশেষজ্ঞ তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। আক্রমণাত্মক মানসিকতা থেকেই ছয়টি  বোলিং অপশন নিয়ে নেমেছিল বাংলাদেশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh