স্কুলে অনুপস্থিত ৯৫ শিক্ষককে মাউশিতে তলব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৭:০৭ পিএম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ছবি: সংগৃহীত

পরিদর্শনকালে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সারাদেশের ৯৫ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) প্রকাশিত এক নোটিশে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে অভিযুক্তদের মাউশিতে স্ব-শরীরে হাজির হয়ে অনুপস্থিতির সুস্পষ্ট কারণ জানাতে বলা হয়েছে। 

মাউশি জানিয়েছে, ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন গিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তারা এ ৯৫ জন শিক্ষক-কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন। অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।   

মনিটরিং কর্মকর্তারা জানান, ডিজিটাল মনিটরিংয়ের আওতায় যেসব শিক্ষক কর্মচারীদের অনুপস্থিত পাওয়া যায় তাদের তালিকা প্রতি মাসের প্রতিবেদন আকারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়। মার্চ মাসের প্রতিবেদনও প্রায় প্রস্তুত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh