মুখোমুখি অপু-বুবলী

এন ইসলাম

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৯:৫৪ এএম

অপু বিশ্বাস-শবনম বুবলী। ছবি: সংগৃহীত

অপু বিশ্বাস-শবনম বুবলী। ছবি: সংগৃহীত

ঢালিউড কিং শাকিব খানের হাত ধরে সিনেমায় নাম লেখেন অভিনেত্রী বুবলী। যিনি অপু বিশ্বাস পরবর্তী শাকিবের নায়িকা হয়ে ওঠেন। তবে অপু-বুবলী দুজনই শাকিবের নায়িকার পরিচয়ের বাইরে তার স্ত্রীও। যদিও এর মধ্যে অপু সাবেক হয়েছেন। কিন্তু বুবলীর বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবু দুজনই শাকিবের ওপর ভর করতে চান। গেল বছর বুবলীর সঙ্গে শাকিবের বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর থেকে দুই অভিনেত্রী বরাবরই সোশ্যাল মিডিয়ায় যুদ্ধে ছিলেন। 

এর মধ্যে আবার প্রযোজকের সঙ্গে শাকিবের সাম্প্রতিক কর্মকাণ্ডে দুজনকেই পাশে দেখা গেছে। অপু বিশ্বাস সেই প্রযোজকের সঙ্গে সমাঝোতার জন্য শাকিবকে সঙ্গে নিয়েও বসেছেন। সোশ্যাল মিডিয়া ও খবরের বাইরে এ দুই অভিনেত্রী ২০১৮ সালে প্রথমবার পর্দায় মুখোমুখি হয়ে ছিলেন। সে সময় তাদের দুজনের এক সঙ্গে মুক্তি পায় ‘পাঙ্কু জামাই’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ সিনেমা দুটি। দুটিতেই তাদের নায়ক ছিলেন শাকিব খান। দীর্ঘ সময় পর ফের পর্দায় মুখোমুখি হবেন এ দুই নায়িকা। এদিকে এবার অপুর নায়ক শাকিব নন, জয় চৌধুরী থাকছেন। এ জুটিকে পর্দায় দেখা যাবে প্রেম প্রীতির বন্ধন সিনেমায়।

প্রথমবারের মতো তারা এ সিনেমার মাধ্যমে জুটি বেঁছেন। সিনেমা নায়ক জয় চৌধুরী বলেন ‘আমরা ঈদেই মুক্তি দেব সিনেমাটি। অপু বিশ্বাসের সঙ্গে আমার টিমও সিনেমাটির হল বুকিংসহ মুক্তিসংশ্লিষ্ট কাজগুলো নিয়ে এগোচ্ছে। শুনছি, অনেক ছবি মুক্তি পাবে। সেটা নিয়ে ভাবছি না। আমরা মাল্টিপ্লেক্সের জন্য ছবিটি বানিয়েছি। 

সেভাবেই পরিকল্পনা করে এগোচ্ছি।’ অন্যদিকে বুবলী বরাবরই থাকছেন শাকিব খানের সঙ্গে। ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় দেখা যাবে শাকিব ও বুবলীকে। এ জুটিও অনেক দিন পর বড়পর্দায় আসবেন এ সিনেমার মাধ্যমে। এর মধ্যে সিনেমাটির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয় ঈদে সিনেমাটি মুক্তির জন্যই তারা প্রস্তুতি নিচ্ছে।  

ঈদে শাকিবের দুই নায়িকার সঙ্গে পর্দায় দেখা যাওয়ার সম্ভাবনা আছে আরও শাকিবের ‘গুলই’ সিনেমায় নায়িকা পূজাকে। এ অভিনেত্রীর ‘জিন’ সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়। এতে তার নায়ক হিসেবে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল। সিনেমাটির নায়ক ও পরিচালক সূত্রে জানা যায়, এটিও ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh