ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১০:৪৯ এএম
হৃদয় জেয়াদ্দার। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। পরে তাকে মাদক আইনে মামলা দিয়ে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার (৮ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার চৌরাস্তা মোড় থেকে ১৯৫পিচ ইয়াবাসহ হৃদয় জেয়াদ্দারকে (২৩) গ্রেপ্তার করা হয়।
হৃদয় উপজেলার বিজুলিয়া গ্রামের বিল্লাল জেয়াদ্দাররের ছেলে।
র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ র্যাব ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হুসাইন জানান, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে শৈলকুপা উপজেলার চৌরাস্তা মোড়ে হৃদয় ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় । এসময় হৃদয়কে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১৯৫ পিচ ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত আলামত ও আসামিকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।