একা ‘জ্বীন’ দেখলেই ১ লাখ টাকা পুরস্কার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১২:১৩ পিএম


জ্বীন সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

জ্বীন সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ঢালিউডের দীর্ঘ ইতিহাসে ভৌতিক ঘরানায় উল্লেখযোগ্য কোন ছবি তৈরি হয়নি। সিনেমাপ্রেমী অনেক দর্শকের মুখে এমন কথা শোনা যায়। সেই শূন্যস্থান কিছুটা পূরণ হতে যাচ্ছে আসন্ন ঈদে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এই  ঈদে মুক্তি পাচ্ছে ‘জ্বীন’ নামের একটি সিনেমা। সিনেমাটি ভৌতিক গল্প ও বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে।জ্বীন সিনেমার পোস্টার

সিনেমাটির মুক্তি উপলক্ষে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান নানা প্রচারণা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রযোজনা প্রতিষ্ঠান এবার ঘোষণা দিলো, কোনও দর্শক যদি ‘জ্বীন’ একা একা হলে বসে দেখতে পারে, তাহলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

গতকাল শনিবার (৮ এপ্রিল) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে ঘোষণার বার্তাটি দেওয়া হয়েছে। পুরস্কারটি পেতে হলে মানতে হবে কিছু শর্ত। যেমন: একটি প্রেক্ষাগৃহে সম্পূর্ণ একা বসে পুরো ছবিটি দেখতে হবে; যদি পুরোটা না দেখতে পারেন, তাহলে হল ও অ্যাম্বুলেন্সের (যেটি দুর্ঘটনার আশঙ্কায় জরুরি প্রয়োজনে রাখা হবে) ভাড়া দিতে হবে।

জ্বীন সিনেমায় পূজা চেরী।

এ প্রসঙ্গে জাজ-কর্তা আব্দুল আজিজ বলেছেন, ‘আজ (৮ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। ছাত্রদের সঙ্গে আলোচনা হলো। সেখানে সব ছাত্রের উদ্দেশে ঘোষণা দেওয়া হয়, কেউ একা একটি হলে বসে ‘জ্বীন’ সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ রাজি হয়নি।’

এবার সব দর্শকের উদ্দেশ্যে সেই ঘোষণাটি দিলো জাজ। সঙ্গে স্পষ্ট সতর্কতা- ‘ভয়ের কারণে কোনও দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কর্তৃপক্ষ দায়ী নয়।’

নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। ছবির পোস্টার কিংবা টিজারে তাকেই দেখা গেছে ভৌতিক রূপে। তার সঙ্গে ছবিতে আছেন আব্দুন নূর সজল ও জিয়াউল রোশান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh