রানা প্লাজার রানার জামিন স্থগিত

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০১:৩৯ পিএম

ছবিতে ধসে যাওয়া রানা প্লাজা, ইনসেটে সোহেল রানা। ছবি: সংগৃহীত

ছবিতে ধসে যাওয়া রানা প্লাজা, ইনসেটে সোহেল রানা। ছবি: সংগৃহীত

সাভারের রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।

আজ রবিবার (৯ এপ্রিল) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার কোর্ট বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী হাইকোর্টের দেয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করে এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

হাইকোর্ট ৬ এপ্রিল সোহেল রানাকে জামিন দেয়।  

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হন এক হাজার ১৩৬ জন। এ ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh