ঝিনাইদহে ১০টি ঢাল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৭:০২ পিএম

পুলিশের অভিযানে উদ্ধারকৃত ঢাল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

পুলিশের অভিযানে উদ্ধারকৃত ঢাল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউপির সাদিকপুর গ্রাম থেকে মারামারিতে ব্যবহৃত ১০টি ঢাল উদ্ধার করেছে পুলিশ। এসময় ঢাল তৈরির সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার (৮ এপ্রিল) রাতে বারবাজার ইউনিয়নের সাদিকপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গত তিনদিন ধরে কয়েকজন ব্যক্তি সাদিকপুর রেনু দাসের বাড়িতে এসে ঢাল তৈরির কাজ করছিল। তারা সকালে আসতো আবার বিকেলে চলে যেত। স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন এই ঢাল তৈরির করার কাজে জড়িত। বারবাজার এলাকায় গরুর হাট নিয়ে দুটি গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।

রেনু দাসের ভাই ভক্ত দাস জানান, গত তিনদিন ধরে কয়েকজন ব্যক্তি ঢাল তৈরি করতে আসতো। সকালে এসে তারা আবার বিকেলে চলে যেত। তাদের বাড়ি কুষ্টিয়া বা শৈলকুপা এলাকায় বলে জানান তিনি।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে সাদিকপুর গ্রামের রেনু দাসের বাড়িতে অভিযান চালিয়ে মারামারির কাজে ব্যবহৃত ১০টি ঢাল উদ্ধার করা হয়। তবে ঢাল তৈরির কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় ঢাল তৈরির কাজে ব্যবহৃত বেত জব্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh