কারাগারেই ঈদ করতে হবে ‘শিশুবক্তা’ রফিকুলকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১০:৫৪ পিএম

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী। ছবি: সংগৃহীত

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী। ছবি: সংগৃহীত

তিন মামলায় জামিন পেলেও ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় ৮ সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর জামিন। ফলে আপাতত তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। ফলে ঈদ এবার তাকে কারাগারেই করতে হচ্ছে।

গত ২ এপ্রিল রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আজ রবিবার (৯ এপ্রিল) শিশুবক্তা রফিকুলের আইনজীবী জামিন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে মাদানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

গত ২৯ মার্চ ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না, এ শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলামকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন। পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh