কাদাঁপানিতে মাথা পুতে রাখা মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৫:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ব্রিজের নিচে কাদাঁপানিতে অর্ধেক মাথা পুতে রাখা অবস্থায় বাজিত আলী (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে বৃদ্ধের পাশে মাথা পুতে রাখা অবস্থায় মৃত একটি গরু উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল রবিবার (৯ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দা ব্রিজের নিচে ওই বৃদ্ধ ও মৃত গরু শনাক্ত করে পুলিশ। নিহত বাজিত আলী তারাকান্দা দক্ষিণপাড়া এলাকার আবেদ আলীর ছেলে। বাজিত আলী মানুষের বাড়ি বাড়ি ঘুরে মুরগি কিনে তারাকান্দা বাজারে বিক্রি করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নিহত বাজিত আলী মুরগি ব্যবসায়ী। ঘটনার দিন সকালে ঘাস খাওয়াতে দুইটা গরু নিয়ে বাড়ি থেকে বের হন। বের হওয়ার ঘন্টাখানেক পর একটি গরু একা একাই দৌড়ে বাড়িতে ফিরে যায়। বাড়ির লোকজন মনে করে কিছুক্ষণ পর হয়তো বাজিত আলী অপর একটি গরু নিয়ে বাড়িতে ফিরবে। কিন্তু, সকাল গড়িয়ে দুপুর হলেও বাজিত আলী বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হয়। কিন্তু কোথাও তাকে খোঁজে পাওয়া যায়নি। সন্ধ্যার পরে ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দা বাজারে উঠার আগে ব্রিজের নিচে একটি মরদেহ ও গরু মৃত অবস্থায় আছে এমন খবর ছড়িয়ে পড়ে। এমন খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বাজিত আলী ও গরুর মাথা কাঁদাপানিতে পুতে রাখা অবস্থায় দেখতে পারেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আবুল খায়ের বলেন, বাজিত আলীর মাথা অর্ধেক ও তার পাশে গরুর মাথা কাঁদাপানিতে পুতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে। হত্যার পর মাথা পুতে রাখা হয়েছে কিনা বিষয়টি বুজা যাচ্ছে না। তবে, বৃদ্ধের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। সোমবার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ইতোমধ্যে ডিবি পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, তদন্তের পর মূল ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh