গাইবান্ধায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৭:০১ পিএম | আপডেট: ১০ এপ্রিল ২০২৩, ০৭:০২ পিএম

মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় হেরোইন বিক্রির দায়ে আব্দুল মালেক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

আজ সোমবার (১০ এপ্রিল) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুনতাসির আহমেদ এ রায় দেন। এসময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি এজলাসে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মালেক গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহমেদ প্রিন্স  জানান, ২০২১ সালের ১৭ মার্চ রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার সুন্দরজাহান মোড় এলাকায় হেরোইন বিক্রিকালে আব্দুল মালেককে হেরোইনসহ  গ্রেপ্তার করে গাইবান্ধা সদর থানা পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।

এ ঘটনায় পরদিন গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh