ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একজনকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৭:০৫ পিএম | আপডেট: ১০ এপ্রিল ২০২৩, ০৭:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জের মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মো. মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সাইকেলযোগে বাসায় ফেরার পথে নিজ বাড়ির ৪০০ গজ দূরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে।

স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম রাতে ইংলিশ মোড় থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল। এসময় বাড়ির কাছাকাছি আসলে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামা মাত্রই কয়েকজন দুর্বৃত্ত তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে নিয়ে পথেই তার মৃত্যু হয়।

উদ্ধারকারী ও স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, চাকু দিয়ে হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। এর আগে প্রথমে রাস্তার পাশ থেকে ককটেল মেরে সাইকেল থেকে ফেলে দেই মনিরুলকে। রাস্তার উপর ফেলে কুপিয়েছে অসংখ্যবার। উদ্ধারের সময় তার একটি হাত বিচ্ছিন্ন ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, রাতেই হত্যাকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে রয়েছে। কে বা কারা, কি কারণে হত্যা করেছে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এছাড়াও অপরাধীদের শনাক্ত করে আটকের জন্য অভিযান চলমান রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh