একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৮:৩৫ পিএম

জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের বিশেষ ও ২২তম অধিবেশন পাঁচ কার্যদিবসের পর আজ সোমবার (১০ এপ্রিল) স্থগিত করা হয়েছে।

স্থগিতকরণের আগে বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়।

এদিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তিতে সংসদে কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় প্রস্তাব উত্থাপন করেন। এছাড়া ১০ ঘন্টা ২৩ মিনিটের আলোচনায় অংশ নেন প্রায় ৬৩ জন সংসদ সদস্য।

এর আগে সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুপুর ২টা ২৩ মিনিটে রাষ্ট্রপতির স্থগিতাদেশ পাঠ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রীর জন্য মোট ২০টি প্রশ্ন এসেছে এবং অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য ৪৪৯টি প্রশ্ন আসে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ অধিবেশন হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh