তাপপ্রবাহ নিয়ে উড়ে এলো দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১০:০০ এএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৩, ১০:০৯ এএম

গরমে অতিষ্ট হয়ে মাথায় পানির বড় বোতল ধরে রেখেছেন এক রাজধানীবাসী। ছবি: সংগৃহীত

গরমে অতিষ্ট হয়ে মাথায় পানির বড় বোতল ধরে রেখেছেন এক রাজধানীবাসী। ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে দেশের ৪৫টি জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরমধ্যে তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন দেশে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে তাপপ্রবাহ তীব্র হতে পারে। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অধিদপ্তর।

আরও জানানো হয়েছে, আগামী ২০ এপ্রিলের পর বৃষ্টি হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে রাজধানীসহ সারাদেশের মানুষ গরমে কষ্ট করছেন। দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জনজীবন। আবার গতকাল সোমবার (১০ এপ্রিল) তাপপ্রবাহের আওতা ক্রমশ বেড়েছে। আগের দিন অর্থাৎ রোববার দেশের পাঁচ বিভাগ ও এক জেলার পর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। আর সোমবার পাঁচ বিভাগ ও চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী দু-তিনদিন পর দেশের কোনো কোনো অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, যদিও বৃষ্টি হয় তাহলে সেটা ২০ তারিখের পর হতে পারে। সেই পর্যন্ত অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ। আমরা বলেছি, আগামী সাতদিন তাপপ্রবাহ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh