বাঘিনীদের সব ম্যাচ কলম্বোয়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১১:১১ এএম

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে তারা। 

ওই ম্যাচগুলোর ভেন্যু এবং দিনক্ষণ গতকাল সোমবার (১১ এপ্রিল) জানা গিয়েছে। 

নিগার সুলতানার দল সবগুলো ম্যাচই খেলবে কলম্বোয়। শ্রীলঙ্কার রাজধানী শহরের পি সারা ওভালে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

গতকাল সোমবার এক বিবৃতিতে সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই সূচি অনুযায়ী ২৫ এপ্রিল দেশ ছেড়ে গিয়ে শ্রীলঙ্কায় পাড়ি জমাবে নিগারের দল। দুদিন পর ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়শিপের অন্তর্ভুক্ত এই সিরিজের প্রথম ম্যাচ ২৯ এপ্রিল, পরের দুটো ম্যাচ হবে ২ এবং ৪ মে।

৯ মে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেও এই সংস্করণে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। ৭ মে’র ওই ম্যাচেও প্রতিপক্ষ শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ দুটো হবে ১১ ও ১২ মে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh