হরিণাকুণ্ডে আগুনে পুড়ে ছাই ২৫ বিঘা পানের বরজ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১২:৫৫ পিএম

পানের বরজ পুড়ে ভস্মীভূত। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

পানের বরজ পুড়ে ভস্মীভূত। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ বিঘারও অধিক পানের বরজ পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বরিশখালী-শ্রীরামপুর মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পান চাষিদের দাবি, এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক দোয়ামত আলী বলেন, সকালে মাঠে কাজ করার সময় হঠাৎ পানের বরজে আগুন দেখতে পান। কিছুক্ষণের মধ্যে এই আগুন পার্শ্ববর্তী ক্ষেতগুলোতেও ছড়িয়ে পড়ে। আমারও দুই বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

ফারুক আলী নামের ক্ষতিগ্রস্ত আরও এক কৃষক বলেন, এত ভয়াবহ আগুন আমি জীবনে দেখিনি। আমারও দুই বিঘা পানের বরজ পুড়ে গেছে। এই আগুনে সবমিলিয়ে কৃষকদের প্রায় ৫০ লাখ টাকার উপর ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

হরিণাকুণ্ড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন জানান, লোক মারফত শুনে হরিণাকুণ্ড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভাতে আসে। আগুনের ভয়াবহতার কথা তারা ঝিনাইদহ সদরকে জানালে তার আরও একটি ইউনিট পাঠায়। পরে ৩ ইউনিট যৌথভাবে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।

তিনি আরও বলেন, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh