খাগড়াছড়িতে বৈসাবির বর্ণাঢ্য শোভাযাত্রা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৬:১৫ পিএম

খাগড়াছড়িতে বৈসাবির শোভাযাত্রা। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বৈসাবির শোভাযাত্রা। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে নানা আয়োজনে চাকমা, মারমা ও ত্রিপুরাদের বর্ষবরণ করা হচ্ছে। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে বিজু সাংগ্রাই ও বৈসু উদযাপনে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালির উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।  

জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে টাউনে এসে শেষ হয়। বর্ণিল পোশাকে শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ। 

শোভযাত্রায় অংশ নেয়া সুম্মিতা ত্রিপুরা, পৌষালী ত্রিপুরা জানান, প্রতিবছর আমরা সকল ধর্মের মানুষ বৈসাবি র‌্যালিতে অংশ নেই। 

বর্ণাঢ্য শোভাযাত্রায় চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করা হয়েছে বলে জানান খাগড়াছড়ি জেলা পরিষদের বৈসাবি উদযাপন কমিটির সদস্য ও মারমা ভাষার কবি চিংলামং চৌধুরী। 

বৈসাবি শোভাযাত্রার মাধ্যমে পাহাড়ের বসবাসরত মানুষের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে বলে জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও বৈসাবি উদযাপন কমিটির সদস্য সচিব টিটন খীসা। 

তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় এই সামাজিক উৎসব মানুষের মাঝে ঐক্যের বন্ধন আরো সুদৃঢ় করবে। এর মধ্য দিয়ে পাহাড়ের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। পার্বত্য জেলা পরিষদ প্রতিবছরই এই বর্ণিল শোভাযাত্রার আয়োজন করে। 

শোভাযাত্রা শেষে টাউন হল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী ডিসপ্লে। ডিসপ্লেতে চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতাল শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। 

এসময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ড.গোলাম মহিউদ্দিন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh