ইউক্রেন যুদ্ধে ৮ হাজার বেসামরিক নাগরিক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৭:৩২ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলের বড় একটি এলাকা রুশ সৈন্যরা নিয়ন্ত্রণ করছে। ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলের বড় একটি এলাকা রুশ সৈন্যরা নিয়ন্ত্রণ করছে। ছবি: সংগৃহীত

গত বছর রাশিয়ার ইউক্রেনে হামলা শুরুর পর থেকে সাড়ে আট হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা আজ মঙ্গলবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশন জানায়, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত ইউক্রেনের আট হাজার ৪৯০ জন নিহত ও ১৪ হাজার ২৪৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

সবচেয়ে বেশি সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত এলাকায়। লুহানস্ক ও দোনেৎস্কেই নিহত হয়েছেন তিন হাজার ৯২৭ জন।

তবে রাশিয়ার আগ্রাসনে হতাহত ইউক্রেনের বেসামরিক নাগরিকের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করে সংস্থাটি।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh