নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৭:৫২ পিএম
বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
দিল্লি ক্যাপিটালসের মূল একাদশে অবশেষে সুযোগ পাচ্ছে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
ভাবা হয়েছিল, প্রথম ম্যাচেই মোস্তাফিজুর রহমানকে খেলাবে বলেই এত তাড়াহুড়া করে ভাড়া করা বিমানে তাকে উড়িয়ে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু একে একে তিন ম্যাচে তাকে মূল একাদশে রাখেনি দিল্লি। এমনকি ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবেও দেখা যায়নি। অবশেষ আজ চতুর্থ ম্যাচে সুযোগ হয়েছে বাংলাদেশি বাঁহাতি পেসারের।
আইপিএলে এখন পর্যন্ত জয় না পাওয়া দুই দলের ম্যাচ। ফলে আজকের পর জয়হীন শুধু এক দলই থাকবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই মোস্তাফিজকে প্রয়োজন মনে হয়েছে দিল্লির।