যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নামাজরত ইমামকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৮:১৪ পিএম

 উপস্থিত মুসল্লিরা হামলাকারীকে ধরে ফেলেন। ছবি: সংগৃহীত

উপস্থিত মুসল্লিরা হামলাকারীকে ধরে ফেলেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নামাজের সময় এক ইমামকে ছুরিকাঘাত করা হয়েছে। প্যাটারসন শহরের ওমর মসজিদে গত রোববার ভোর ৫ ৩৭ মিনিটে ফজরের নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে।

তবে উপস্থিত মুসল্লিরা হামলাকারীকে ধরে ফেলেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এনপিআরের।

প্যাসাইক কাউন্টির প্রসিকিউটর ক্যামেলিয়া ভালদেস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর দেখতে পান, ৩২ বছর বয়সী হামলাকারীকে আটকে রাখা হয়েছে। সেরিফ জোরবা নামে সন্দেহভাজন ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। তাকে সোমবার বিকেলে আদালতে হাজির হবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, হামলার পরপরই ইমাম সাঈদ এলনাকিবকে (৬৫) দ্রুত সেন্ট জোসেফ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

রবিবার (১১ এপ্রিল) বিকেলে হাসপাতালে ইমামকে দেখতে গিয়েছিলেন মেয়র আন্দ্রে সায়েগ। ‘মারাত্মক ক্ষত থাকার পরও’ ইমামের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।

পরে এক সংবাদ সম্মেলনে সায়েগ বলেন, রমজানের বাকি দিনগুলোতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের মসজিদগুলোতে পুলিশি উপস্থিতি বাড়ানো হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh