ছাত্রলীগের কমিটিতে যুক্ত হলো নতুন ৮ পদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১০:৪৮ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের লোগো। ছবি: ফাইল

বাংলাদেশ ছাত্রলীগের লোগো। ছবি: ফাইল

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখে নতুন করে সংযুক্ত হয়েছে আরও আটটি পদ।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন পদগুলো হলো- অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখে সম্পাদকীয় পদগুলো সংযুক্ত করা হয়েছে।

ছাত্রলীগের বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

যেহেতু নতুন আটটি পদ যুক্ত হলে মূল কমিটির আকার বাড়ছে না। সেক্ষেত্রে সহ-সম্পাদক, সদস্য এবং অন্যান্য উপ-সম্পাদক থেকে আটটি পদ কমানো হতে পারে।

বর্তমান বাস্তবতার সঙ্গে মিল রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে এসব পদ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। পূর্ণাঙ্গ কমিটিতে এসব পদে মনোনয়ন দেওয়া হবে বলে।

প্রসঙ্গত, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ৩০১ সদস্যের। এরমধ্যে সহ-সম্পাদকের পদ ৪৭ টি এবং ১৩৭ জন উপ-সম্পাদক ও সদস্য নির্বাচিতের উল্লেখ রয়েছে সংগঠনটির গঠনতন্ত্রে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh