নাঈমের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হয়ে ওঠার গল্প

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০২:২৩ পিএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৩, ০২:৩৭ পিএম

 নাজমুল হুদা নাঈম। ছবি: প্রতিনিধি

নাজমুল হুদা নাঈম। ছবি: প্রতিনিধি

মা-বাবার আদরের ছোট ছেলে নাজমুল হুদা নাঈম। কে জানত এ ছেলেই একদিন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হবে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নাজমুলের শুরুর গল্পটা ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে। হঠাৎ একদিন তার বাবার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। 

অ্যাকাউন্টে ছিল প্রয়োজনীয় হাজারো তথ্য। অনেক চেষ্টা করেও সেই অ্যাকাউন্টটি আর ফেরত আনতে পারেননি। তখনই নাজমুল চিন্তা করেন আজ তার বাবার সঙ্গে এমনটা হয়েছে কাল তো অন্যজনের সঙ্গেও হতে পারে। তখন থেকেই তার মনে ইচ্ছা জাগে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার।

২০১৬ সালের জানুয়ারিতে ইউটিউব দেখে সাইবার নিরাপত্তা বিষয়ক কিছু জ্ঞান অর্জন করেন। একই বছরের এপ্রিলে ভারতে একটি সাইবার নিরাপত্তা দলের সঙ্গে যোগ দেন। প্রায় পাঁচ বছর তাদের সঙ্গে কাজ করে ২০২০ সালে নিজ দেশে কয়েকজনকে নিয়ে একটি সাইবার নিরাপত্তা টিম গঠন করেন। বাংলাদেশের অনেক অভিনেতা-অভিনেত্রী, ইউটিউবারের সাইবার সমস্যা সমাধান দিয়েছেন তিনি। সোশ্যাল প্ল্যাটফর্মে মানুষকে সহযোগিতা করে যে অর্থ উপার্জন করে তা দুস্থ-গরির, পথচারী, মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন সংস্থায় দিয়ে দেন নাজমুল।

নাজমুল হুদা নাঈমের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার গ্রামে। তিনি মাদ্রাসার সহকারী শিক্ষক হায়দার আলীর ছেলে। শুধু দেশেই নয়, বাইরের দেশের হাজারো ব্যক্তি সাইবার নানান সমস্যা নিয়ে সাইবার বালক নাজমুল হুদা নাঈমের শরণাপন্ন হন। 

নাজমুলের এমন প্রতিভার কথা জানতে কথা হয় তার মা-বাবার সঙ্গে। তারা জানান, বর্তমানে দেশ-বিদেশের অনেকেই আমার ছেলের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যার সমাধান করে নেন, এতে আমাদের খুবই ভালো লাগছে। শুধু মা-বাবা নয় নাজমুলের জন্য গর্ব করেন তার স্কুল-কলেজের শিক্ষক, সহপাঠী, বন্ধু-বান্ধবসহ প্রতিবেশীরাও। 

তবে সাইবার নিরাপত্তার বিষয়ে নাজমুল হুদা নাঈম জানান, প্রযুক্তির বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি পণ্যের সুবিধা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে ডেটা নিরাপত্তার ঝুঁকিও। সবাই আলোর পথে হাঁটছে, সম্ভাবনার পথে। কিন্তু অপরাধ চক্র থেমে নেই। সাইবার অপরাধের শিকার হচ্ছে সরকার, কর্পোরেট, শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। 

তিনি বলেন, ছোটবেলা থেকেই সাইবার সিকিউরিটি ও হ্যাকিংয়ের প্রতি আমার গভীর আগ্রহ ছিল। পঞ্চম শ্রেণিতে থাকতে আমি এ কাজ শুরু করি। বর্তমানে মানুষের দোয়ায় একজন সফল সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের খ্যাতি অর্জন করেছি। দেশ ও দেশের বাইরের মানুষের সোশ্যাল মিডিয়ার সমস্যাগুলো অনলাইনের মাধ্যমে সমাধান করে দেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh