কক্সবাজারে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৪:৪৭ পিএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৩, ০৪:৪৯ পিএম

গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ী। ছবি: কক্সবাজার প্রতিনিধি

গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ী। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে বিষয়টি গণমাধ্যমকে জানান র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) শামসুল আলম খান।

তিনি জানান, এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭ নং কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ আব্দু শুক্করকে (২২) তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপর দিকে একই দিন বিকালে পাঁচ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপিস্থ পূর্ব সাতঘরিয়া বাবুল মার্কেট সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবাসহ মনির উদ্দিন রাসেলকে (৪০) আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আব্দু শুক্কর (২২) চকরিয়া উপজেলার ইসলাম নগরের ৪ নং ওয়ার্ডের মৃত ইমাম হোসনের ছেলে ও পেকুয়া মুছন্যাকাটা ০৭ নং ওয়ার্ডের নেছার আহমদের ছেলে মনির উদ্দিন রাসেল (৪০)।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়েছে তারা অবৈধ ভাবে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

এ ব্যাপারে মামলার পর আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh