দেশে দারিদ্র্যের হার কমে ১৮.৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৬:০৮ পিএম

দরিদ্র মানুষরা টিসিবির ট্রাক থেকে নিত্যপণ্য কিনছেন। ছবি: ফাইল

দরিদ্র মানুষরা টিসিবির ট্রাক থেকে নিত্যপণ্য কিনছেন। ছবি: ফাইল

দেশে দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার কমে যথাক্রমে ১৮ দশমিক ৭ শতাংশ এবং ৫ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। আজ বুধবার (১২ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

রাজধানীর বিবিএস মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ ছয় বছর আগে, অর্থ্যাৎ ২০১৬ সালের খানা আয় ও ব্যয় জরিপে দেশে দারিদ্র্য ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। সে বছর অতি দারিদ্র্য ছিল ১২ দশমিক ৯ শতাংশ।

এর মধ্য দিয়ে সাত বছরের ব্যবধানে দেশে দরিদ্র জনগোষ্ঠী কমেছে ৫ দশমিক ৬ শতাংশ এবং অতি দরিদ্র জনগোষ্ঠী কমেছে ৭ দশমিক ৩ শতাংশ।

গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও দারিদ্র্য হার কমার কথা বলেছিলেন। 

তিনি তখন বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রীকে দারিদ্র্য কমার খবর দেওয়া হয়েছে। এই খবর শুনে প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন।

প্রসঙ্গত, এবারের খানা আয় ও ব্যয় জরিপে সারা দেশে ১৪ হাজার ৪০০ পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বছরব্যাপী তথ্য সংগ্রহের কাজ চলে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh