পাঞ্জাবে সামরিক ছাউনিতে হামলা, চার ভারতীয় সেনার মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৬:১৯ পিএম

ভাতিন্ডা মিলিটারি স্টেশনের বাইরে। ছবি: সংগৃহীত

ভাতিন্ডা মিলিটারি স্টেশনের বাইরে। ছবি: সংগৃহীত

ভারতে পাঞ্জাবের ভাতিন্ডায় একটি সামরিক ছাউনির ভেতরে গতকাল বুধবার (১১ এপ্রিল) ভোররাতে একটি গুলি চালানোর ঘটনায় অন্তত চারজন সেনা জওয়ান নিহত হয়েছেন। সেনা ও পুলিশ সূত্রে বলা হয়েছে এই ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে কোনও জঙ্গী হামলার সম্পর্ক পাওয়া যায়নি।

ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিমী কমান্ড এক বিবৃতিতে বলেছেন, এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং তাদের ‘কুইক রেসপন্স টিম’ অনুসন্ধান চালাচ্ছে। খবর এনডিটিভির।

এই বিষয়ে একটি সূত্র বলছে, অফিসারদের মেসের ভিতরে গুলি চালানো হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক ভাবে এই ঘটনায় চারজন মারাত্মক হতাহতের খবর পাওয়া গেছে।

ভাতিন্ডার সিনিয়র পুলিশ সুপার জিএস খুরানা বলেছেন, একটি পুলিশ দল সামরিক স্টেশনের বাইরে অপেক্ষা করছে এবং সেনাবাহিনী এখনও তাদের প্রবেশের অনুমতি দেয়নি। তবে ঘটনাটি সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না বরং এটি একটি অভ্যন্তরীণ বিষয় হতে পারে। তিনি জানিয়েছেন, সেনানিবাসের চারটি গেটই বন্ধ করে দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh