দেশের ৫ কারাগারের জন্য কেনা হচ্ছে মোবাইল জ্যামার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৮:০৭ পিএম

কাশিমপুর কারাগার। ছবি: সংগৃহীত

কাশিমপুর কারাগার। ছবি: সংগৃহীত

সুরক্ষা-সেবা বিভাগের অধীন কারা অধিদপ্তর কর্তৃক ৫টি কারাগারের জন্য ১৩০টি মোবাইল ফোন জ্যামার সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার (১২ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্যামার ক্রয়ে সিদ্ধান্ত দিয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, ৫টি কারাগারের জন্য ১৩০টি মোবাইল ফোন জ্যামার সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রথমবার কাশিমপুর-১, কাশিমপুর-২, কাশিমপুর হাইসিকিউরিটি এবং নারায়ণগঞ্জ কারাগারের জন্য ১৩০টি মোবাইল ফোন জ্যামার কেনা হবে।

সম্প্রতি কারাগারে আসামীদের মোবাইল ব্যবহার করার প্রমাণ পেয়েছে প্রশাসন। যদিও এর পেছনে টাকার বিনিময়ে কারারক্ষীদের মোবাইল ব্যবসার কথা উঠে এসেছে। তবে কম্প্রিহেনসিভ মোবাইল ফোন জ্যামার কারাগারে মোবাইলের ব্যবহার কমিয়ে আনতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh