ঝিনাইদহে নারী কারারক্ষীর ‘আত্মহত্যা’

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৮:২৯ পিএম

লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা কারাগারের কর্মরত এক নারী কারারক্ষী ‘আত্মহত্যা’ করেছে। তার নাম শোভানা (৩৪)। স্বামী আনসার সদস্য মাসুম। তিনি (শোভানা) স্থানীয় পল্লি বিদ্যুৎ সমিতির কাছে ননদের বাসায় থাকতো। তার দুই সন্তান। বড় মেয়ে মুন (৯) এবং ছেলে ইসরাইল (৬)।

আজ বুধবার (১২ এপ্রিল) দুপুরে ননদের বাড়িতে আত্মহত্যা করেন বলে জানা যায়। এ খবর নিশ্চিত করেছেন জেলার মো. শহিদুল ইসলাম।

জেলার জানান, দুপুর ২টার দিকে ডিউটি ছিল শোভানার। আসতে দেরি করার কারণে বাড়িতে লোক পাঠান তিনি। সেময় জানতে পারেন তিনি আত্মহত্যা করেছেন। 

জেলার আরো জানান, ২০০৬ সালে চাকরিতে যোগদান করেন শোভানা। ২০২২ সালের ২২ এপ্রিল মেহেরপুর থেকে বদলি হয়ে ঝিনাইদহ কারাগারে আসেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কুষিয়া গ্রামে। স্বামী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে আনসার সদস্য পদে চাকরি করেন। পারিবারিক দ্বন্দ্বের কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঝিনাইদহ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে বেলা ৩টা ১৫ মিনিটের দিকে শোভানাকে জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় বলে সূত্রটি নিশ্চিত করেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, লাশ পুলিশ হেফাজতে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বলে জানান ওসি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh