দাদির উপহার দেওয়া লটারিতে ভাগ্য খুললো কিশোরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৯:৫৯ পিএম

ডলার। প্রতীকী ছবি

ডলার। প্রতীকী ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের কিশোর কালেব হেং'র  জন্মদিনে তাকে একটি লটারির উপহার দিয়েছিল তার দাদি। ওই কিশোরের ১৮তম জন্মদিনে সম্ভবত এটাই ছিল সেরা উপহার। কারণ সেই লটারির টিকিটে ১ মিলিয়ন ডলার জিতেছে হেং। বাংলাদেশি টাকায় যা প্রায় ১১ কোটি টাকা।

গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, লটারি জেতা এই টিকিটটি ক্যালিফোর্নিয়ার মোডেস্টোর কাছের একটি বাজার থেকে কেনা হয়েছিল এবং লটারি জেতা মার্কিন কিশোর হেং লটারিতে অংশ নেওয়ার জন্য খুব কম বয়সী ছিল। এমনকি যেদিন সে এই পুরস্কার জিতে সেদিন পর্যন্ত তার অংশগ্রহণের আইডি ছিল না।

হেং জানান, আমার মা আমাকে মাছ ধরতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চালাচ্ছিলেন, তখন আমি টিকিট স্ক্র্যাচ করি এবং আমি টাকার পরিমাণ দেখে ভীষণভাবে আপ্লুত হয়ে যাই। 

হেং আরও জানান, এটা ছিল এক মিলিয়ন ডলার আর আমার কাছে তখনও এর আইডি ছিল না! আমরা ঘুরে বাড়ি ফিরে গেলাম। কারণ পুরস্কার দাবি করার আগে আমাকে এটার আইডি পেতে হয়েছিল।

মজার ব্যাপার হল দাদির দেওয়া সেই লটারির টিকিটের নাম ছিল ‘দ্য পারফেক্ট গিফট’। হেং জানান, তার কলেজের ফি প্রদান এবং ভবিষ্যত বিনিয়োগের জন্য এই অর্থ ব্যবহার করবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh