আজ আরও ৫০ লাখ পাবে সাফজয়ী মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১০:১৯ এএম

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

অর্থাভাবে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে অংশ নেওয়া হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের। বাংলাদেশ ফুটবলের ফেডারেশনের (বাফুফে) এমন ব্যর্থতায় ফের আলোচনায় আসেন সাবিনারা। 

এতে মিয়ানমার যাওয়া না হলেও প্রতিশ্রুতি উপহার বুঝে পাচ্ছে সাফজয়ী মেয়েরা। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা বুঝিয়ে দেয় গোলাম রব্বানী ছোটন ও তার শিষ্যদের। আজ আরও ৫০ লাখ টাকা পাবেন তারা।

গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়ে লাল-সবুজের মেয়েরা। তখনই তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছিল বিসিবি। সমপরিমাণ অর্থ পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদিও। সেটাই আজ মেয়েদের বুঝিয়ে দেবেন তিনি। 

গতকাল বুধবার (১২ এপ্রিল) ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, আজ বিকাল ৪টায় বাফুফে ভবনের কনফারেন্স রুমে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে সাবিনাদের হাতে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh