গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে ৮ শ্রমিক আহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৯:৪১ এএম

নির্মাণাধীন ভবনের ছাদে ধ্বস। ছবি: গাজীপুর প্রতিনিধি

নির্মাণাধীন ভবনের ছাদে ধ্বস। ছবি: গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়িতে একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে অন্তত ৮ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার রোডে দেওয়ালিয়াবাড়ি এলাকার মিউচুয়াল ফুড প্রোডাক্ট লিমিটেডের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ১১টার দিকে কারখানার ভবন ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়। আহতদের মধ্যে জাহিদুল ইসলাম (২৫), বাদশা (২২), রাসেল (৪০), আলামিন (২০), মজনু (৪৫), মঞ্জুরুল (৩০), আসাদুল (৩৫) এবং আরিফকে (২৩) কোনাবাড়ি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেরাজুল ইসলাম জানান, কারখানার সেন্টারিং দুর্বল থাকার কারণে ধ্বসে পড়েছে। তবে, কোন নিহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, কারখানা কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যেতে কোন বক্তব্য দিতে রাজি হননি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh