জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১০:৩৪ এএম

জাতীয় রপ্তানি ট্রফি। ছবি: সংগৃহীত

জাতীয় রপ্তানি ট্রফি। ছবি: সংগৃহীত

আজ রবিবার (১৬ এপ্রিল) জাতীয় রপ্তানি ট্রফি ২০১৯-২০  বিতরণ করা হবে। সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই ট্রফি বিতরণ করবে।

জাতীয় রপ্তানি ট্রফি ২০১৯-২০ বিতরণ উপলক্ষে আজ বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইপিবি সূত্রে জানা গেছে, সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে ২০১৯-২০ অর্থবছরে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পাচ্ছে ইউনিভার্সেল জিন্স লিমিটেড।

রপ্তানিতে অবদান রাখায় ইউনিভার্সেল জিনসসহ ৭০টি কোম্পানি বিভিন্ন শ্রেণিতে ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত হয়েছে। 

এর আগে, গত বছরের ২৯ ডিসেম্বর নির্বাচিত প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এখন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।

জানা গেছে, করোনা অতিমারির কারণে বৈশ্বিক পর্যায়ে পণ্যের চাহিদা কমে যাওয়ায় ২০১৯-২০ অর্থবছরে দেশের রপ্তানি আয় কিছুটা কমে যয়। ওই বছর রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh