রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৩৫ ঘর

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৯:৫২ এএম

রোহিঙ্গা ক্যাম্পে আগুন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে আগুন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদায় ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে  এনজিও সংস্থার একটি  ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে ৩০-৩৫টির বেশি ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে টেকনাফের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লেদা নুরালী পাড়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নবী হোসেন জানান, হঠাৎ করে আমার শিবিরে আগুন জ্বলে উঠে। এনজিওর ফায়ার সার্ভিস পৌঁছে কাজ করেছে। পাশাপাশি আমাদের লোকজনকে ছড়িয়ে দিয়ে আগুন নেভাতে সক্ষম হই। তবে এঘটনায় আমাদের ৩০-৩৫টির বেশি ঘরবাড়ি পুড়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।

তিনি বলেন, লেদা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্যাম্পে হঠাৎ আগুন কীভাবে এলো এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে আমাদের অনুসন্ধান চলছে।    

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh