ঢাকাসহ দেশের ৪ বিভাগে বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১০:৫৭ এএম

সীমিত পরিসরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি

সীমিত পরিসরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি

ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। তবে তাপমাত্রা কমে স্বস্তিদায়ক অবস্থা আসতে আরও কিছুদিন সময় লাগবে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা তাপমাত্রা কমেছে। এর মধ্যে বৃষ্টির দেখা মিলেছে সিলেট অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সিলেটে আগামী ২৪ ঘণ্টায়ও দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকাসহ দেশের আরও দুই বিভাগে সীমিত পরিসরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়াবিদরা জানান, এখন ক্রমেই ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে। তবে তাপমাত্রা কমে স্বস্তিদায়ক অবস্থা আসতে আরও কিছুদিন সময় লাগবে। এখন তাপমাত্রা কমলেও জলীয় বাষ্পবাহী দক্ষিণা বাতাস আসছে। তাই শরীর ঘেমে অস্বস্তি বাড়ছে।

আবহাওয়াবিদ মো. বজরুল রশীদ বলেন, আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে। 

দেশে গত ৭ এপ্রিল থেকে বৃষ্টি নেই। অনেক স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার হয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, একদিন আগে যা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দুই দিন আগে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার হলেও দুইদিনের ব্যবধানে তা অনেকটাই কমে গেছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh