প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১১:৩৩ এএম

বাকপ্রতিবন্ধী শিশু শিল্পী মো. আফিক হাসানে আঁকা ছবি। ছবি: সংগৃহীত

বাকপ্রতিবন্ধী শিশু শিল্পী মো. আফিক হাসানে আঁকা ছবি। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা কার্ড দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠান প্রধানদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া এই শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি ব্যবহার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো দুটি ছবির প্রথমটি বাকপ্রতিবন্ধী শিশু শিল্পী মো. আফিক হাসান এবং দ্বিতীয়টি বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিল্পী মো. ইউনুস আলী।

বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিল্পী মো. ইউনুস আলীর আঁকা ছবি।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে বিভিন্ন উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশু-কিশোরের আঁকা ছবি ব্যবহার করা হচ্ছে।

বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে এই ছবি সংগ্রহ করা হয়। পরে এসব ছবির একটি সংক্ষিপ্ত তালিকা প্রধানমন্ত্রীকে দেওয়া হয়। সেখান থেকে তিনি পছন্দ মতো ছবি চূড়ান্ত করেন

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh