বঙ্গবন্ধু সেতু‌ পারাপা‌রে মোটরসাইকেলের দীর্ঘ সা‌রি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১২:২৮ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩, ১২:৫২ পিএম

মোটরসাই‌কেলের দীর্ঘ সা‌রি। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

মোটরসাই‌কেলের দীর্ঘ সা‌রি। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

ঈদে বা‌ড়ি ফির‌তে শুরু ক‌রে‌ছে সবাই। এতে উত্তরবঙ্গগামী জীব‌নের ঝুঁকি নি‌য়ে পরিবার নি‌য়ে বঙ্গবন্ধু সেতু পাড় হ‌চ্ছে মোটরসাই‌কে‌ল‌যোগে। আজ বুধবার (১৯ এপ্রিল) ভোর থে‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় টোল বু‌থে শত শত মোটরসাই‌কেলের দীর্ঘ সা‌রি দেখা গে‌ছে। 

স‌রেজ‌মি‌নে বঙ্গবন্ধু সেতু‌তে গি‌য়ে দেখা গে‌ছে, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পা‌শেই স্থা‌পিত আলাদা বু‌থে অপেক্ষা কর‌ছে সেতু পার হওয়ার জন্য। এসময় সেতু কর্তৃপ‌ক্ষের লোকজন অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের নির্ধা‌রিত মোটরসাইকে‌লের টোলের টাকা হা‌তে রাখার জন‌্য মাইকিং কর‌ছে। 

এদিকে মহাসড়‌কে যাত্রীবা‌হি বা‌সের চে‌য়ে ব‌্যক্তিগত গা‌ড়ি বে‌শি দেখা গে‌ছে। এ‌রম‌ধ্যে মোটরসাইকে‌লের সংখ‌্যা বে‌শি। 

নারায়নগঞ্জ থে‌কে উত্তরবঙ্গে যাওয়া মোবারক হো‌সেন ব‌লেন, ‌ভোররা‌তে নারায়নগঞ্জ থে‌কে রওনা হ‌য়ে‌ছি মোটরসাই‌কেল‌যো‌গে ঈদে বা‌ড়ি যাওয়ার জন‌্য। মহাসড়ক ফাকা ছিল বিধায় তাড়াতাড়ি আস‌তে পে‌রে‌ছি। 

স্ত্রী নি‌য়ে মোটরসাইকেল‌যো‌গে বা‌ড়ি যা‌চ্ছেন গ্রামীন ব‌্যাং‌কের কর্মরত আবুল কালাম। তি‌নি জানান, ঈদের ছু‌টি‌তে বা‌ড়ি যা‌চ্ছি। সেতু পার হ‌লেই বা‌ড়ি। তাই স্ত্রী‌কে নি‌য়ে মোটরসাই‌কেল‌যো‌গে বা‌ড়ি যা‌চ্ছি। আমার মত শত শত মোটরসাইকে‌লের আরোহীরা অপেক্ষা কর‌ছে সেতু পার হ‌তে। 

মোটরসাইকেল‌ আরোহীরা জানান, ছু‌টির প্রথম দি‌নে মহাসড়ক ফাঁকা ‌ছিল। ঝা‌মেলা ছাড়াই মোটরসাইকেল‌ে বা‌ড়ি যাওয়া সহজ। 

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, ভোররাত থে‌কেই সেতু‌তে মোটরসাইকেল‌ পারাপা‌রে দীর্ঘ সা‌রি ছিল। মোটরসাইকেল‌ পারাপা‌রের জন‌্য আলাদা বুথ করা হ‌য়ে‌ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh