টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অ্যাশেজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৩:১১ পিএম

 অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

আগামী জুনে ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে অস্ট্রেলিয়া। এর পরেই মাঠে গড়াবে অ্যাশেজ। দুই মেগা সিরিজকে সামনে রেখে টেস্টের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আজ বুধবার (১৯ এপ্রিল) টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

এই সফরের দল ঘোষণা করার আগে ডেভিড ওয়ার্নারের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছিল বেশ। তাঁকে দলে রাখা হবে কি না সেটা নিয়েও প্রশ্ন ওঠে। তবে শেষ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজ দুটোতেই তাঁকে দলে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভারত সফরে ক্যামেরন গ্রিন চোটে পড়ায় বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। আশার খবর হলো সুস্থ হয়ে তিনি ফিরেছেন দলে। সেই সঙ্গে দলে রাখা হয়েছে মিচেল মার্শকে। দলে ফিরেছেন মার্কাস হ্যারিসও। ডাক পাওয়া আরেকজন হলেন ম্যাট রেনশ।

সবশেষ ভারত সফরের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম ও তিন স্পিনার অ্যাশটন অ্যাগার, ম্যাথু কুনেমান ও মিচেল সোয়েপসন।

দ্য ওভালে আগামী ৭ জুন মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনাল। ফাইনালে শিরোপার জন্য লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। এরপর ১৬ জুন থেকে শুরু হবে অ্যাশেজ, এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ।

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh