শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৩:৩১ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইল ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইল ছবি

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। শ্রীলঙ্কায় সিরিজটি খেলতে আগামী ২৫ এপ্রিল দেশ ছাড়বে নিগার সুলতানারা।

২৯ এপ্রিল, ২ ও ৪ মে হবে ম্যাচ তিনটি। সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে টাইগ্রেসরা। সেগুলো হবে ৯, ১১ ও ১২ মে। দুই সিরিজের আগে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ এপ্রিল ও ৭ মে হবে ম্যাচ দুটি। 

দুই ফরমেটের জন্য একটাই দল বাংলাদেশের। সেখানে অভিজ্ঞ ও পরীক্ষিত কয়েকজনকে বিশ্রামে রেখে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে।

রুমানা আহমেদ, সালমা খাতুন, শারমিন আক্তার, মারুফা আক্তার ও দিলারা আক্তার বাদ গেছেন। ফিরেছেন শামিমা সুলতানা ও সোবহানা মোস্তারি। প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন স্বর্না আক্তার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh