অর্ধশত মামলায় জামিন, রিজভীর মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৩:৫৯ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩, ০৪:০৭ পিএম

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গোপালগঞ্জে মানহানির অভিযোগে দায়ের করা এক মামলায় জামিন পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ নিয়ে তিনি অর্ধশতাধিক মামলার সব কটিতে জামিন পেলেন, ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা রইলো না।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

রিজভী আহমেদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, গোপালগঞ্জের একটি সিআর মামলায় রিজভী জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে হওয়া সব মামলায় তিনি জামিন পেলেন। এখন তারা কারামুক্তিতে কোনও বাধা নেই।

জানা যায়, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীসহ গোপালগঞ্জ জজ আদালতের সরকারি কৌঁসুলি দেলোয়ার এবং তার বাবা হাসেম সরদারের নাম উল্লেখ করে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিক সম্মেলন করেন। ওই সম্মেলনে রিজভী তাদের রাজাকার, পাকিস্তানিদের দোসর ও যুদ্ধাপরাধী বলেন।

এ ঘটনায় ২০১৯ সালের ২০ জানুয়ারি আইনজীবী দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি।

গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীর সংঘর্ষ হয়। পরে কার্যালয়ের ভেতরে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।

এসময় সেখান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh