পানছড়িতে ঈদ উপহার বিতরণ করেছে সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৪:২৬ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩, ০৪:২৯ পিএম

ঈদ উপহার বিতরণ করছে সেনাবাহিনী। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

ঈদ উপহার বিতরণ করছে সেনাবাহিনী। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে উপহার সামগ্রী ও বস্ত্র  বিতরণ করে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।

আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১টার সময় পানছড়ি আর্মি ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় লোকজনের মাঝে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ।

রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী মানবিক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিন প্রমুখ।

ঈদের আগে সহায়তা পেয়ে খুশি দরিদ্র মানুষ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh