ঈদযাত্রায় স্পিডগান নিয়ে মাঠে থাকবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৮:০৩ পিএম

বেপরোয়া গতি নিয়ন্ত্রণে স্পিডগান নিয়ে মাঠে পুলিশ। ছবি: সংগৃহীত

বেপরোয়া গতি নিয়ন্ত্রণে স্পিডগান নিয়ে মাঠে পুলিশ। ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় সড়ক-মাসড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে স্পিডগান নিয়ে মাঠে থাকবে পুলিশ। আজ বুধবার (১৯ এপ্রিল) হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক বরকতউল্লাহ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন এবং দুর্ঘটনায় মৃত্যু কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। বেপরোয়া গতি নিয়ন্ত্রণে স্পিডগান নিয়ে পুলিশ সদস্যরা মাঠে থাকবেন।

এদিকে ঢাকায় গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের  (এসসিআরএফ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়,  ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ এর আশপাশের প্রায় দেড় কোটি মানুষ স্বজনের কাছে ফিরবে।

এর মধ্যে সড়কপথে যাবে ৬০ শতাংশ এবং ২০ শতাংশ করে যাবে নৌ ও রেলপথে। সেই হিসাবে প্রায় ৯০ লাখ মানুষ বাড়ি ফিরবে সড়কপথে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh