রেলের স্ট্যান্ডিং টিকিট কাটতে লম্বা লাইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১০:১২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ট্রেন ছাড়ার পূর্বমুহূর্তে কাউন্টারে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে। স্ট্যান্ডিং টিকিট কাটতে কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড় দেখা গেছে। 

আজ বুধবার (১৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে কমলাপুর রেলস্টেশনে দেখা যায় টিকিট কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন। যেন তিল ঠাঁই নেই প্রত্যেকটি কাউন্টারের সামনে। কেউ সিরিয়ালের বাইরে টিকিট কাটতে গেলে শুরু হচ্ছে বচসা। 

লাইনে দাঁড়িয়ে থাকা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের এক যাত্রী বলেন, অনেক চেষ্টা করেও অনলাইনে টিকিট কাটতে পারি নাই। তাই লাইনে দাঁড়িয়েছি স্ট্যান্ডিং টিকিটের জন্য। ট্রেন ছাড়ার আর বেশি সময় নাই। যে বড় লাইন পাব কি না বলতে পারি না।

আরেক যাত্রী বলেন, অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছি স্ট্যান্ডিং টিকিটের জন্য। বাড়ি যেতে পারলে সব কষ্ট দূর হবে।

স্টেশন ম্যানেজার মাসুদ সরোয়ার বলেন, আমরা প্রতিটি আন্তঃনগর ট্রেনের মোট সিটের ২৫ শতাংশ অতিরিক্ত যাত্রীর জন্য স্ট্যান্ডিং টিকিট দিয়ে থাকি। বর্তমানে ঈদযাত্রায় তারচেয়েও বেশি চাহিদা রয়েছে। আন্তঃনগর ট্রেন ছাড়ার আগে স্টেশনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।

এদিকে আজ সারাদিনেই অধিকাংশ ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। তবে উত্তরাঞ্চলের দু-একটা ট্রেনে কিছুটা লেট হয়েছে। বেশিরভাগ ট্রেন সময় মতো ঢাকা ছাড়ায় ঈদে রেলযাত্রায় স্বস্তিতে যাত্রীরা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh