আখেরি জুমায় অংশ নিতে বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০১:৩৩ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৩, ০১:৩৬ পিএম

বায়তুল মোকাররম মসজিদের ভেতরের ছবি। ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররম মসজিদের ভেতরের ছবি। ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (২১ এপ্রিল) ১৪৪৪ হিজরির শেষ জুমা। মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনোদিন আর পাওয়া যাবে না। শেষ জুমায় অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড় দেখা গেছে।

মুস‌ল্লি‌দের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, দূরদূরান্ত থে‌কে বায়তুল মোকাররমে নামাজ পড়‌তে আসা‌দের অনেকেই একইস‌ঙ্গে টুকটাক কেনাকাটার প‌রিকল্পনা নি‌য়েই এসে‌ছেন। 

অনেক মুস‌ল্লি‌কে জাতীয় মস‌জি‌দে নামাজ পড়‌তে আসা‌র মুহূর্ত ক্যামেরাব‌ন্দি কর‌তে দেখা গে‌ছে। বে‌শিরভাগই ক্লিক ক্লিক শ‌ব্দে সেল‌ফি‌তে ছবি জমা ক‌রছেন ফোনে। 

আজ সরেজমিনে বায়তুল মোকাররম মসজিদে এসব চিত্র দেখা গেছে।

উল্লেখ্য, রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা। ইহকাল ও পরকালের মুক্তি কামনায় আজ সারাদেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হচ্ছে। বি‌শেষ ফজিলতময় জুমার জামাতে সাধারণ জামাতের চেয়ে কয়েকগুণ বেশি মুসল্লি অংশ নেন।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা তারই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh