সৌদি আরবে পরিবার নিয়ে মাশরাফীর ঈদ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৫:২৬ পিএম

সৌদি আরবে মাশরাফী বিন মোর্ত্তজা ও তার পরিবার। ছবি: সংগৃহীত

সৌদি আরবে মাশরাফী বিন মোর্ত্তজা ও তার পরিবার। ছবি: সংগৃহীত

ঈদের কারণে ঢাকা প্রিমিয়ার লিগে পড়েছে প্রায় দুই সপ্তাহের বিরতি। বিশ্রামের সময়টা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি এখন অবস্থান করছেন সৌদি আরবে। পরিবার নিয়ে পবিত্র ওমরাহ পালন শেষে সেখানেই ঈদ উল ফিতর উদযাপন করছেন।

মাশরাফীর সহধর্মিণী সুমনা হক সুমি স্বামী-সন্তানদের সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ঈদ মোবারক।

গত সোমবার ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন মাশরাফী। ১ মে শুরু হবে প্রিমিয়ারের সুপার লিগ। তার আগেই ফিরবেন দেশে।

ঢাকা লিগে মাশরাফী খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আসরে ১৬ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তার নেতৃত্বাধীন রূপগঞ্জ নিশ্চিত করেছে সুপার লিগে খেলা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh