৩ দিনে ঢাকা ছেড়েছে সাড়ে ৫৩ লাখ সিম ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৭:২৮ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। গত ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ৩ দিনে মোট ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২টি মোবাইল ফোনের সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। একই সময়ের মধ্যে ঢাকায় এসেছেন ১৯ লাখ ৫ হাজার ৯০২টি সিম ব্যবহারকারী।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে আজ শুক্রবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি মোস্তাফা জব্বার জানান, মোবাইল অপারেটরদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করেন তিনি।

তিনি আরও জানান, সিমের এই সংখ্যা দিয়ে ঠিক কত মানুষ ঢাকা ছেড়েছেন, তা নিশ্চিত করে বলা যায় না। কারণ একজন মানুষ একাধিক সিম ব্যবহার করতে পারেন। একজন মানুষ সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারেন। তবে গড়ে প্রত্যেক ব্যবহারকারীর দেড়টি সিম ব্যবহার করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh