পাকিস্তানে মলিন ঈদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০৫:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হলেও অর্থনৈতিক সংকটের নানামুখী প্রভাবে এবারের উৎসবে সাদামাটা বা অনাড়ম্বর আয়োজন দেখা গেছে। দেশটির ইংরেজি পত্রিকা দ্য ডন এ কথা জানিয়েছে।

ব্যবসায়িক সংগঠনগুলো বলছে, এবারের ঈদের বাজারে বিক্রির পরিমাণ খুব কম ছিল। লাগামহীন মূল্যস্ফীতির কারণেই এমন হয়েছে। গত বছরের তুলনায় এবারের ঈদের আগে সত্যিকারের ক্রেতার সংখ্যা ৫০ শতাংশ কম ছিল। কারণ খাদ্যপণ্য, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম নজিরবিহীনভাবে বেড়ে যাওয়ায় লোকজনের হাতে বাড়তি কেনাকাটার অর্থ নেই।

আলজাজিরা জানায়, পাকিস্তানে মূল্যস্ফীতি গত মাসে ৩৫ শতাংশে পৌঁছায়। স্থানীয় মুদ্রা রুপির অবমূল্যায়নের কারণে এমন ঘটেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ১১০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা পেতে ইসলামাবাদের কর্তৃপক্ষ বিভিন্ন কঠিন শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন খাতে সরকারি ভর্তুকি প্রত্যাহার, জ্বালানি ও্ বিদ্যুতের মূল্যবৃদ্ধি ইত্যাদি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh