আগামীকাল ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০৭:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াই মানেই কোটি কোটি দর্শকদের কাছে বিশেষ একটা মুহূর্ত। এই সময় দুই দলের ফুটবলাররা কেউ কাউকে মাঠে যেমন ছাড় দিয়ে কথা বলেন না, ঠিক তেমনি দর্শকরাও প্রতিপক্ষের সমর্থকদের দুয়োধ্বনি দিতে ভুল করেন না।

এবার পুনরায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। ইকুয়েডরে চলমান অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের শেষ দিন মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

আগামীকাল ২৩ এপ্রিল (রবিবার) বাংলাদেশ সময় ভোর ৬টায় ইকুয়েডরের মাঠ রদ্রিগো পাজ দেলগাদোতে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা এই ম্যাচটি পরিণত হতে পারে শিরোপা নির্ধারণের ম্যাচ হিসেবেও।

অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম এই আসর এবার বসেছে ইকুয়েডরে। টুর্নামেন্টিতে প্রতিবারের মতো এবারও অংশ নিয়েছে ১০টি দল। যেখানে পাঁচটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে গ্রুপ পর্বের ম্যাচগুলো।

গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’ থেকে সেরা ছয়টি দল ফাইনাল রাউন্ডে উঠেছে। গ্রুপ এ’তে ছিল ইকুয়েডর, ব্রাজিল, চিলি, উরুগুয়ে ও কলম্বিয়া। এর মধ্যে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ব্রাজিল, ৭ পয়েন্ট নিয়ে চিলি ও ৫ পয়েন্ট নিয়ে ইকুয়েডর। অন্যদিকে গ্রুপ বি থেকে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। অপর দুইটি দল হলো, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা।

উল্লেখ্য, টুর্নামেন্টটির সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আলবিসেলেস্তেদের ঝুলিতে রয়েছে ৪টি শিরোপা। তাছাড়াও বলিভিয়া ও কলম্বিয়ার একবার করে চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh