আহমেদাবাদেই আইপিএলের ফাইনাল ভেন্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ১০:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গতবারের মতো এবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। টুর্নামেন্টের যাত্রাও শুরু হয়েছিল এই মাঠেই। 

চলতি আইপিএলের প্লে-অফের ম্যাচগুলির ভেন্যু চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। চারটি ম্যাচের জন্য দুটি ভেনু্য বেছে নিয়েছেন আয়োজকরা। চেন্নাই ও আহমেদাবাদে হবে ম্যাচগুলো।

২৩ ও ২৪ মে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৬ ও ২৮ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যেখানে ১ লাখ ৩২ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন। 

গত ৩১ মার্চ দশ দল নিয়ে শুরু হয়েছিল আইপিএল। রাউন্ড রবিন লিগের ২৯ ম্যাচ শেষ হয়েছে। বাকি আছে আরো ৪১ ম্যাচ। এরপর প্লে-অফের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে শীর্ষ চার দল নিয়ে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh