শতভাগ বিদ্যুতের কথা বলে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন: প্রিন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০৫:৫৭ পিএম

বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

দেশে বিদ্যুতের অভাবে কল-কারখানা বন্ধ, ঘরে ঘরে বিদ্যুতের জন্য হাহাকার। এরপরও শতভাগ বিদ্যুৎ উৎপাদনের কথা বলে ঈদের দিন প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন বলে অভিযোগ বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের।

আজ রবিবার (২৩ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীর দাবি জনগণের সাথে চরম প্রতারণা। বিদ্যুতের মতো সব কিছু নিয়ে সরকার জনগণের সাথে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।

গ্রাম-শহর কোথাও ঈদের আনন্দ নেই বলেও দাবি করা হয় এই সংবাদ সম্মেলনে।

এ সময় রুহুল কবির রিজভী আহমেদসহ সিনিয়র নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। ঈদের আগেও গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে বলেও দাবি করেন এমরান সালেহ প্রিন্স।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh