রাজনৈতিক সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতির সামর্থ্য নিয়ে সংশয়ে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ০৪:৩১ পিএম

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জাতির কাছে পরিচিত নয় এমন এক ব্যক্তিকে রাষ্ট্রপতি করায় বিএনপি হতাশ। এমনটাই মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রপতির অবদান রাখার সুযোগ আছে। কিন্তু নতুন রাষ্ট্রপতি কতটা করবেন সে বিষয়ে সংশয় রয়েছে।

আজ সোমবার (২৪ এপ্রিল) দুপুরে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন তিনি।

এসময় ফখরুল আরও বলেন, রাজনৈতিক সংকটের এই সময়ে সরকার আলাপ আলোচনার মাধ্যমে, ঐক্যমত্য সৃষ্টি করে রাষ্ট্রপতি নির্বাচন করা যেতো। কিন্তু সেটা না করে তারা জাতির কাছে অপরিচিত এক ব্যক্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত করেছে।

নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া নিয়ে সরকার এবং বিরোধী দল পয়েন্ট অব নো রিটার্নে। ক্ষমতাসীন আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারও স্পষ্ট জানান দলের মহাসচিব। এসময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh