পার্ল গ্লোবাল গ্রুপের ডিজাইন ইনোভেশন সেন্টার উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ০৩:২৪ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩, ০৩:২৫ পিএম

গাজীপুর কারখানায় ডিজাইন ইনোভেশন সেন্টারের শুভ উদ্ধোধন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

গাজীপুর কারখানায় ডিজাইন ইনোভেশন সেন্টারের শুভ উদ্ধোধন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

যুগের আধুনিকায়নের সাথে সাথে বদলে যায় মানুষের জীবন ও জীবনের রুচিবোধ। দেখা যায় নতুন সাজে সেজে ওঠার দারুন তৎপরতা। ঠিক এমনি এক নান্দনিক ধারার স্রোতে দাঁড়িয়ে পোশাক উৎপাদনের স্বনামধন্য প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল নিয়ে এলো ‘ডিজাইন ইনোভেশন সেন্টার’। এটি এদেশের পোশাক খাত ও পার্ল গ্লোবালের অগ্রযাত্রায় এক নব দিগন্তের সূচনা। 

সম্প্রতি (১৬ এপ্রিল) পার্ল গ্লোবাল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-২) এর গাজীপুর কারখানায় ডিজাইন ইনোভেশন সেন্টারের শুভ উদ্ধোধন করেন ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলম ফেরদৌস। 

পার্ল গ্লোবাল গ্রুপের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ অপারেশনস) মি. সঞ্জয় সরকারের পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট শাখার প্রধান অমলেন্দু রয়, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাইফুল এ চৌধুরী, ক্রেডিট ডিভিশনের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট খায়রুল ইসলাম এবং ব্যাংকটির ফাস্ট ভাইস প্রেসিডেন্ট শাহাদাৎ হোসাইন প্রমুখ।

ডিজাইন ইনোভেশন সেন্টারের বর্ণিল উদ্ধোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, পার্ল গ্লোবাল গ্রুপ দীর্ঘদিন থেকে বাংলাদেশের পোশাক শিল্পে সুনামের সাথে কাজ করে আসছে। ডিজাইন ইনোভেশন সেন্টার উদ্ধোধনের মাধ্যমে সেই মহৎ যাত্রায় আরও এক ধাপ এগিয়ে থাকলো পার্ল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh