মামুনুল হকের জামিন আবেদন ফের নাকচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ০৭:১৯ পিএম

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক। ছবি: ফাইল

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক। ছবি: ফাইল

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন আবারও নামঞ্জুর করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকার ৮ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামুনুল হকের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, এর আগেও একাধিকবার মামুনুল হকের জামিন নামঞ্জুর করা হয়েছে।

সর্বশেষ গত ২ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) মামুনুল হকের জামিন আবেদন নাকচ করে দেন।

২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে তেজগাঁও বিভাগীয় পুলিশ ও ডিএমপির গোয়েন্দা শাখার একটি যৌথ দল।

পরে ২০২০ সালের ৭ মার্চ রাজধানীর মোহাম্মদপুরে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনের নেতা-কর্মীদের ভাঙচুর, পুলিশের কর্তব্যকাজে বাধা ও হত্যাচেষ্টা ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh